বিশ্বস্ত অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট ও ফ্রিল্যান্সিং গাইড
৩ জুল, ২০২৫
বিশ্বস্ত অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট ও ফ্রিলান্সিং গাইড-বিষয়ে এই আর্টিকেলটি
বিশেষ উপকারি ও কার্যকরি ভুমিকা পালনে সাহায্য করবে। বর্তমানে ঘরে
বসে অনলাইনে ইনকাম করা শুধু সম্ভবই নয় বরং অনেকেই এটি পূর্ণকালীন পেশা
হিসেবে গ্রহণ করছেন। বাংলাদেশেও অনলাইন ইনকামের প্রতি আগ্রহ ও চাহিদা দিন দিন
বাড়ছে।
আজ আমরা জানবো কিছু বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট ও একটি প্রাথমিক ফ্রিল্যান্সিং
গাইড, তবে অনেকেই প্রতারণামূলক সাইটে পড়ে ঠকছেন। বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট এ
কাজ করলে এবং নির্দিষ্ট স্কিল শেখার মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে ভালো ইনকাম
করতে পারবেন। ফ্রিল্যান্সিং এখন শুধু আয়ের উৎস নয় বরং একটি সম্মানজনক পেশা।
পেজ সূচিপত্রঃ বিশ্বস্ত অনলাইন ইনকাম ক্যারিয়ার শুরু করতে সহায়ক
বিশ্বস্ত অনলাইনে ইনকাম ও ফ্রিল্যান্সিং করে স্কিল ডেভেলপ করুন
বিশ্বস্ত অনলাইন ইনকাম ও ফ্রিল্যান্সিং করে স্কিল ডেভেলপ করতে বর্তমান
ডিজিটাল যুগে অনলাইনে ইনকাম শুধু একটি বাড়তি উপার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি
পূর্ণাঙ্গ ক্যারিয়ার গড়ার সুযোগ। অনেকেই ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করছেন
এবং একই সাথে নিজেদের স্কিল উন্নত করছেন। বাংলাদেশে এই ক্ষেত্র দিন দিন
প্রসার লাভ করছে। অনলাইনে ইনকাম করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
দক্ষতা বা স্কিল। আপনি যত ভালো স্কিলড হবেন, তত বেশি কাজ পাওয়ার সুযোগ পাবেন।
স্কিল বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনি বড় প্রজেক্ট,ভালো ক্লায়েন্ট এবং উচ্চ আয়
নিশ্চিত করতে পারবেন। পারবেন। আপনি কি ধরনের কাজ করতে আগ্রহী-লেখালেখি, ডিজাইন,
ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং-এসব বিষয়ে আগ্রহ অনুযায়ী একটি
নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিন। ইউটিউব ফেসবুক টেন মিনিটস স্কুল, শিখো ইত্যাদি
প্লাটফর্মে হাজারো কোর্স রয়েছে, যেগুলো ফ্রি বা স্বল্প মূল্যে করা যায়।কোর্স করে
থেমে গেলে হবে না। প্রতিদিন সময় দিয়ে কাজের প্র্যাকটিস করুন।এতে দক্ষতা বাড়বে
ও আত্মবিশ্বাস তৈরি হবে।
নিজের দক্ষতা ঠিক করুন ও পোর্টফোলিও তৈরি করুন
বিশ্বস্ত অনলাইনে ইনকাম ও ফ্রিল্যান্সিং গাইড -এ সফল হতে চাইলে প্রথম ধাপ
হলো-নিজের দক্ষতা বা স্কিল নির্ধারণ করা এবং একটি মানসম্মত পোর্টফোলিও তৈরি
করা।এই দুইটি বিষয় আপনাকে একটি পরিচিতি তৈরি করতে সাহায্য করে, ক্লায়েন্টদের
আস্থা অর্জন করে এবং আপনাকে পেশাদারভাবে তুলে ধরে। নিজের আগ্রহ ও সক্ষমতা
মূল্যায়ন করুনঃ
আপনি কি লিখতে ভালোবাসেন-
ডিজাইন ভালো পারেন-
প্রোগ্রামিং ভালো লাগে-
ভিডিও বানাতে ভালো লাগছে-
জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন স্কেল বেছে নিন। বর্তমানে যেসব স্কিল এর চাহিদা বেশি
যেমনঃ
ডিজিটাল মার্কেটিং
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
গ্রাফিক ডিজাইন
এস ই ও-সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
অনলাইন কাস্টমার সাপোর্ট
স্কিল শেখার জন্য রিসোর্স ব্যবহার করুনঃ
ফ্রী প্লাটফর্ম
পেইড প্লাটফর্ম
লোকাল সাপোর্ট
পোর্টফোলিও তৈরি করুন-একজন ফ্রিল্যান্সার বা অনলাইন উদ্যোক্তার পোর্টফোলিও মানে
হল-নিজের কাজের নমুনা,অভিজ্ঞতা, স্কিল এবং যোগাযোগের মাধ্যম এক জায়গায় তুলে
ধরা।পোর্টফোলিও হলো ক্লায়েন্টের সামনে আপনার প্রথম পরিচয়। পোর্টফোলিওতে যা
থাকবেঃ
নিজের সংক্ষিপ্ত পরিচিতি
স্কিল তালিকা কাজের নমুনা
ক্লায়েন্টদের রিভিউ বা টেস্টিমনোনিয়াল
যোগাযোগের তথ্য সোশ্যাল লিঙ্ক ইমেইল
ভিজুয়ালি সুন্দর ও পরিপাটি করে সাজানো
বাস্তব কাজ বা নিজে প্র্যাকটিস করা প্রজেক্ট যুক্ত করুন
বিশ্বস্ত মার্কেটপ্লেসে প্রোফাইল খুলুন-ফাইবার ও আপওয়ার্ক এই বিষয়টির উপর একটি
বিস্তারিত বাস্তব ভিত্তিক বিবরণ দেয়া হলো, যা আপনি ব্লগ,ফেসবুক্পোস্ট, ইউটিউব
স্ক্রিপ্ট বা গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। বিশ্বস্ত মার্কেটপ্লেসে প্রোফাইল
খুলুন ফাইবার ও আপওয়ার্ক গাইড। ঘরে বসে অনলাইনে আয় করতে চাইলে ফ্রিল্যান্সিং
একটি বিশ্বস্ত ও জনপ্রিয় পন্থা ।তবে শুরুটা অনেকের কাছে কঠিন মনে হয়।মূলত, সঠিক
মার্কেটপ্লেস এর প্রোফাইল তৈরি করায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ।এই
লেখায় আমরা আলোচনা করব ফাইবার ও আপওয়ার্ক- এই দুইটি জনপ্রিয় আন্তর্জাতিক
মার্কেটপ্লেস এ প্রোফাইল তৈরি ও সফলভাবে কাজ পাওয়ার মূল দিকগুলো।
কেন ফাইবার ও আপওয়ার্ক সবচেয়ে জনপ্রিয়-ফাইবার যারা স্কিল কমিয়ে ছোট কাজ দিয়ে
শুরু করতে চান তাদের জন্য সহজ ও নতুনদের জন্য উপযোগী। আপনার পেশাদার ও
দীর্ঘমেয়াদী প্রজেক্ট এর জন্য আদর্শ। বিডিং সিস্টেমে পাওয়া যায়। ফাইবার একটি
গিগবেইজড মার্কেটপ্লেস যেখানে আপনি নির্দিষ্ট কাজ বা সেবা দিয়ে থাকেন ।ফাইবারে
প্রোফাইল খুলতে সাইন আপ করুন। প্রোফাইল ইনফরমেশন পূরণ করুন। পেশাদার
ইউজারনেম নিন।একটি পাসপোর্ট সাইজ ছবি দিন। একটি সংক্ষিপ্ত বায়ু লিখুন । টাইটেল
ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি সিলেক্ট করুন।দাম নির্ধারণ করুন ,সুন্দর ডেসক্রিপশন
লিখুন এবং নিজের কাজের স্যাম্পল যুক্ত করুন।
ছোট কাজ দিয়ে শুরু করুন সময় ও ধৈর্য ধরুন
কাজ দিয়ে শুরু করুন সময় ও ধৈর্য ধরুন অনলাইনে আয় কিংবা ফ্রিল্যান্সিং এর
যাত্রা শুরুতে অনেকে বড় প্রজেক্ট উচ্চ আই বা তড়িৎ সফলতা আশা করেন। কিন্তু
বাস্তবতা হলো-প্রথমে ছোট কাজ দিয়ে শুরু করায় সঠিক পথ। সেই সঙ্গে সময় ও ধৈর্য
ধরে কাজ করলে ধীরে ধীরে সফলতা নিশ্চিত হয়। ছোট কাজ দিয়ে শুরু করার
উপকারিতা-অভিজ্ঞতা বাড়ে ,ছোট কাজের মাধ্যমে আপনি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে ওঠেন
।এতে কাজের ধরন ,ক্লায়েন্টের চাহিদা ও মার্কেটের ছোট কাজ ধীরে ধীরে রেটিং ও
রিভিউ পেলে ক্লায়েন্টদের আস্থা বাড়ে। ছোট প্রজেক্ট এর মাধ্যমে আপনি শেখা স্কিল
গুলো বাস্তব ভাবে প্রয়োগ করতে পারেন, ভুল হলে শিখতে পারেন এবং আরো নিখুঁত হতে
পারেন।
সব ধৈর্য ধরে সফল হওয়ার বাস্তবতা-অনলাইন ইনকাম এক রাতের বিষয় নয়। যারা ধৈর্য
হারিয়ে হাল ছেড়ে দেন, তারা মাঝ পথে থেমে যান। কিন্তু যারা ধীরে ধীরে শিখে
এগিয়ে যান, তারাই একসময় সফল হন। প্রথম এক দুই মাসে হয়তো কোন কাজ পাবেন না। এ
সময়টাকে শেখার ও নিজেকে প্রস্তুত করার সময় হিসেবে নিন।পরিশ্রম ও অধ্যবসায় বড়
মূলধন। অনলাইনে কেউ কিছু উপহার দেয় না। পরিশ্রম ও নিয়মিত প্রচেষ্টায়
আপনাকে সফলতা এনে দিবে। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ৫০০ টাকা দিয়ে
শুরু করে এখন লাখ টাকা আয় করছেন । তারা একদিনে আসেননি-সময় নিয়ে ধৈর্য ধরে
কাজ করেছেন।
পিপুল পারআওয়ার,ইউটিউব,ফেসবুক ক্রিয়েটর স্টুডিও
পিপুল পার আওয়ার ইউটিউব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও-এই তিনটি অনলাইন
ইনকামের প্লাটফর্ম নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হলো, যেটি আপনি ব্লগ,
আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। বর্তমানে ঘরে বসে
অনলাইনে আয় করার শুধু ট্রেন্ড নয়, বরং অনেকের জন্য পূর্ণকালীন পেশা অনলাইনে আয়
করার জন্য এখন অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে তবে পিপুল পার আওয়ার, ইউটিউব , ও
ও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নতুনদের জন্য কার্যকর ও বিশ্বস্ত মাধ্যম। পিপল
পার আওয়ার একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সাইট , যেখানে আপনি ঘণ্টাবৃত্তিক বা
ফিক্সড প্রাইজের কাজ করতে পারেন। মূলত ইউরোপ ও যুক্তরাজ্য ভিত্তিক ক্লাইন্ট এখানে
বেশি থাকেন।
কোন স্কিল এর চাহিদা বেশিঃ
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট রাইটিং
ডিজিটাল মার্কেটিং
ভিডিও এডিটিং
কিভাবে শুরু করবেনঃ
পিপুল আওয়ারে গিয়ে একাউন্ট খুলুন
প্রোফাইল ছবি তৈরি করুন-আপনার স্কিল, অভিজ্ঞত্, ছবি ও প্রেজেন্টেশনযুক্ত
করুন
আপনার সার্ভিস অফার করুন
কাজের জন্য বিড করুন বা ক্লায়েন্টের কাছ থেকে ইনভাইটেশন
গ্রহণ করুন
সময় মত কাজ শেষ করে পেমেন্ট নিন
টেন মিনিটস স্কুল,শিখো অ্যাপ,ফ্রিল্যান্সার ডট কম
টেন মিনিটস স্কুল, শিখো অ্যাপ এবং ফ্রিল্যান্সার ডটকম-এই তিনটি জনপ্রিয়
শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে সহজ, সংক্ষিপ্ত এবং তথ্যবহুল বিবরণ
দেওয়া হলো ।টেন মিনিট স্কুল-টেন মিনিট স্কুল বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা
প্ল্যাটফর্ম । এটি শিক্ষার্থী,চাকরী প্রার্থী ও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের
জন্য খুবই কার্যকর। কি কি শেখা যায়ঃ
স্কুল ও কলেজের পাঠ্য বিষয়
ইংরেজি
ফ্রিল্যান্সিং গাইড লইন
ডিজিটাল স্কিলঃ ডিজাইন, মার্কেটিং,কনটেন্ট রাইটিং ইত্যাদি
বাংলা ভাষা শিখা যায়
ফ্রি ও পেইড কোর্স আছে
মোবাইল ও কম্পিউটার উভয় প্লাটফর্মে ব্যবহারযোগ্য
ভিডিও, কুইজ ও লাইভ ক্লাস সুবিধা
শিখো অ্যাপ শিখো অ্যাপ একটি মোবাইল ভিত্তিক অনলাইন লার্নিং
প্ল্যাটফর্ম যা বিশেষ করে বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষার্থী ও চাকরি প্রস্তুতি
নেওয়ার শিক্ষার্থীদের জন্য। কি কি শেখা যায় ও বৈশিষ্ট্যঃ
গণিত, পদার্থ,রসায়ন,ইংরেজি
ব্যাংক, বিসি এস, ভর্তি পরীক্ষার প্রস্তুত
সব স্কিল ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিষয়
এনিমেটেড ভিডিও ও সুন্দর ব্যাখ্যা
ক্লাস ফলো করার সুযোগ
কুইজ ও প্র্যাকটিস সেশন
শিক্ষক দ্বারা সরাসরি সহায়তা
ফ্রিল্যান্সিং ডটকম হলো একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে আপনি
অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারেন। শেখা শুরু করতে চাইলে টেন মিনিট
স্কুল ও শিকড় অ্যাপ অসাধারণ মাধ্যম আর শেখা স্কিল কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং
ডটকমের কাজ করে আয় শুরু করা যায় এই তিনটি প্লাটফর্ম একসাথে ব্যবহার করে আপনি
নিজের দক্ষতা গড়ে তুলতে এবং ঘরে বসে আয় করতে পারবেন।
সিপিএম মার্কেটিং-জিপিএ এর পূর্ণরূপ হল কোস্ট পার অ্যাকশন অর্থাৎ একজন
ভিজিটর নির্দিষ্ট কোন একশন করলেই আপনি ইনকাম পান এমন একটি মার্কেটিং মডেল। যেমন
ফরম পূরণ, অ্যাপ ডাউনলোড, ইমেইল সাবমিট, সাইন আপ করলে আপনি ইনকাম পান এমন একটি
প্ল্যাটফর্ম এটি। সিপিএ নেটওয়ার্ক থেকে একটি অফার নিন সেই অফার এর লিংক আপনি
সোশ্যাল মিডিয়া,ব্লগ, ওয়েব সাইট বা ইউটিউবে শেয়ার করুন। যদি কেউ আপনার লিংকে
ক্লিক করে একশন নেয় যেমন রেজিস্ট্রে্ আপনি টাকা পাবেন। প্রোডাক্ট কিনতে হয় না।
শুধু একশন হলে আয় হয। ট্রাফিক থাকলে দ্রুত ইনকাম সম্ভব। সঠিক ট্রাফিক ছাড়া
আয় কঠিন ।
এফিলিয়েট প্ল্যাটফর্ম হল-এমন একটি ইনকাম মডেল যেখানে আপনি কোন কোম্পানির
প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করে বিক্রি করালে আপনি একটি কমিশন পান । কিভাবে কাজ
করেঃ
আপনি একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেন
একটি ইউনিক রেফারেল লিংক পান
সেই লিংক অন্যদের দিয়ে পণ্য বিক্রি করান
বিক্রি হলে আপনি কমিশন পান
অন্য বিক্রিতে কমিশন
ডিজিটাল প্রোডাক্ট
নানা কোম্পানির প্রোডাক্ট
ইউটিউব ভিডিও
ইউটিউব ভিডিও রিভিউ
ব্লগ বা ওয়েবসাইট
ফেইসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেইল মার্কেটিং
বিকল্প অনলাইন ইনকাম সোর্সঃ
ইউটিউব
ব্লগিং
ফেসবুক পেজ
ই-কমার্স
অনলাইন কোর্স জব
রিমোট জব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
প্রতারণামূলক সাইট থেকে সতর্ক থাকুক,অনুশীলন করুন
প্রতারণামূলক সাইট থেকে সতর্ক থাকুন অনুশীলন করুন-এই বিষয়ে একটি বাস্তব ভিত্তিক
ও সচেতনতা মূলক বিস্তারিত বিবরণ দেয়া হলো যা নতুন অনলাইন ইনকামকারী
ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । প্রতারণামূলক সাইট
থেকে সতর্ক থাকুন অনুশীলন করুন অনলাইনে আয় করার সুযোগ যেমন অনেক ঠিক তেমনি আছে
অসংখ্য প্রতারণামূলক ওয়েবসাইট অ্যাপ ও অফার । অনেকের সহজে আয় এক ক্লিকে ইনকাম
আগের টাকা দিন পরে আয় করুন এমন লোভনীয় প্রলোভনে পড়ে প্রতারিত হন তাই অনলাইনে
কাজ শুরু করার আগে সচেতনতা ও সতর্কতা জরুরী । প্রতারণামূলক সাইট চেনার উপায়ঃ
অসাধারণ ইনকামের প্রলোভন
রেজিস্ট্রেশন ফি বা টাকা চাই
কোন অফিসিয়াল ঠিকানা বা পরিচয় নাই
সাইটে স্প্যাম লিংক বা এড বেশি
গুগল ও ইউটিউবে রিভিউ দেখুন
অনুশীলন করুন , দক্ষতা অর্জন করুনঃ
একটি স্কিল বেছে নিন
ফ্রি রিসোর্সব্যবহার করুন
প্র্যাকটিস প্রোজেক্ট করুন
পোর্টফোলিও তৈরি করুন
সময় ও ধৈর্য রাখুন
লোকাল ও গ্লোবাল ক্লায়েন্ট ধরার চেষ্টা করুন, গ্রাফিক ডিজাইন
লোকাল ও গ্লোবাল ক্লায়েন্ট ধরার চেষ্টা করুন-গ্রাফিক্স ডিজাইন এটি
একটি চাহিদা সম্পন্ন ও লাভজনক স্কিল । যার মাধ্যমে আপনি লোকাল এবং গ্লোবাল অর্থাৎ
বাংলাদেশে এবং আন্তর্জাতিক এ ক্লায়েন্টের জন্য কাজ করে আয় করতে পারেন ।
তবে সঠিক কৌশল , যোগাযোগ দক্ষতা ও ধারাবাহিক চেষ্টাই এক্ষেত্রে সফলতার
চাবিকাঠি ।
লোকাল ক্লায়েন্ট ধরার কৌশল-বাংলাদেশেঃ
ফেসবুক গ্রুপ বা পেজ
লোকাল ব্যবসা/দোকান/স্টার্ট আপ
বন্ধু , আত্মীয় , পরিচিতদের মাধ্যমে রেফারেল
লোগো ডিজাইন
Facebook পোস্ট বা ব্যানার
ভিজিটিং কার্ড
মেনু ডিজাইন
প্রিন্ট ডিজাইন
ব্র্যান্ডিং প্যাকেজ
আগে কিছু কাজ দেখান
মূল্য নির্ধারণ পরিস্কার করে বলুন
সময় মত কাজ জমা দিয়ে ফিডব্যাক নিন
গ্লোবাল ক্লায়েন্ট ধরার কৌশলঃ
কোন মার্কেটপ্লেসগুলোতে শুরু করতে পারেন
কি ধরনের কাজ বেশি চাহিদা সম্পন্ন
গ্লোবাল ক্লাইন্ট পাওয়ার কৌশল
প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন
বিট বা অফার কাস্টমার করুন
উচ্চমানের পোর্টফোলিও সুন্দরভাবে সাজানো
যোগাযোগের দক্ষতা দেখান
নিজের একটি ফ্রি ওয়েবসাইট বানিয়ে রাখতে পারেন
পাঠকের শেষ কথা,মন্তব্য -বিশ্বস্ত অনলাইন ইনকাম বাংলাদেশী সাইট ও ফ্লিলান্সিং
গাইড
বর্তমানে ইনকাম আর বিলাসিতা নয় এটা বাস্তবতা । বাংলাদেশের তরুণ সমাজ ,
শিক্ষার্থী কিংবা গৃহিণী-ঘরে বসে কিছু আয় করতে । মনে রাখতে হবে , বিশ্বস্ত
প্লাটফর্ম নির্বাচন করা এবং ধৈর্য ধরে স্কিল ডেভেলপ করে এগিয়ে চলার সফলতার
একমাত্র পথ আপনি যদি সত্যি নিজের সময় আশ্রম দিতে পারেন তবে অনলাইনের
বিভিন্ন প্লাটফর্মে কাজ করে আপনার জীবন বদলে দিতে পারে । শেখা , অনুশীলন আর
সততার সাথে কাজ করে আজ হাজারো তরুণ আত্মনির্ভর হয়েছেন-আপনিও হতে পারেন ।
সম্মানিত পাঠক , আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আর্টিকেল টি পরে যদি আপনি মনে করেন আপনার জীবন বদলে দিতে পারে উল্লেখিত বিভিন্ন
তথ্যের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনি নিজের জীবনে কাজে লাগাবেন। আপনার প্রিয়জন
বন্ধু-বান্ধব সবার মাঝে শেয়ার করবেন । আপনার মূল্যবান সময়ের ফাঁকে
ফাঁকে এই ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইল।
আপনি গো টাচ বিডি তে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url